পাবনার চাটমোহরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় আজিমা খাতুন (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। আজিমা ওই গ্রামের শাহীন হোসেনের স্ত্রী এবং হান্ডিয়াল ইউনিয়নের ছয়ঘাটি গ্রামের আজাহার আলীর মেয়ে। এদিকে এ ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
মৃত গৃহবধূর বাবা আজাহার আলী জানান, প্রায় তিন মাস আগে শাহীনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আজিমার। বিয়ের সময় কিছু সোনা যৌতুক দেওয়ার কথা ছিল। যা আর্থিক সমস্যার কারণে বিয়ের সময় দিতে পারেননি।
সেই সোনার জন্য জামাই ও তার পরিবারের লোকজন আজিমাকে প্রায়শই চাপ প্রয়োগ করতো এবং মারধর করতো। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মোবাইল ফোনে মেয়ের শ্বশুর বাড়ি থেকে জানানো হয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে আজিমা।
পাশাপাশি ইউনিয়নে বাড়ি হওয়ায় গিয়ে দেখেন আজিমার মৃতদেহ ঘরের মেঝেতে শোয়ানো রয়েছে।
মেয়েকে (আজিমা) পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, আজিমা খাতুন নামের ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হওয়া যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh