পাবনার চাটমোহরে প্রায় ৫ লাখ টাকার (দুই লাখ মিটার) নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার পর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। রোববার দুপুরে উপজেলার সর্ববৃহৎ মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটে অভিযান পরিচালনা করেন জেলা মৎস কর্মকর্তা আবদুর রউফ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ থানা পুলিশের সদস্যরা।
এ সময় পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের খোরশেদ প্রামানিকের ছেলে রঞ্জু প্রামানিক ও আবুল কাশেমের ছেলে আলতাব হোসেনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট দুই জনের প্রত্যেককে তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন দুই কারেন্ট জাল বিক্রেতা।
সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এখন থেকে উপজেলার প্রতিটি হাটে এমন অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh