পাবনার চাটমোহরে দিনে দুপুরে চা স্টলে বসে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিয়ারপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আজিম হোসেন, মৃত মোন্তাজ প্রামানিকের ছেলে নজরুল ইসলাম, নওশাদ হোসেনের ছেলে নাসির হোসেন, মৃত ইউনুস আলীর ছেলে ইয়াছিন আলী ও জহির হোসেনের ছেলে জহুরুল ইসলাম।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে দিয়ারপাড়া গ্রামে জামাল নামে এক ব্যক্তির চা স্টলে বসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস দিয়ে দিয়ে জুয়া খেলে আসছিল বেশকিছু জুয়াড়ি। সেখানে হাত বদল হতো লাখ লাখ টাকা।
এতে ওই এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি গোপনে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীনকে জানান। পরে এএসপি’র নির্দেশে রোববার দুপুরে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় অন্যরা পালিয়ে যায়।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি সেখ নাসির উদ্দিন বলেন, জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign