পাবনার চাটমোহরে তেলবাহী লরি চাপায় নিহত শিশু আলিফ হোসেনের (৬) পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আলিফের বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা তুলে দেন ইউএনও সরকার অসীম কুমার।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শুকনো খাবার তুলে দেয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় টেবুনিয়া-বাঘাবাড়ি মহাসড়কের রামচন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে খেলার সময় তেলবাহী একটি লরি চাকায় পিস্ট হয়ে নিহত হয় আলিফ। সে ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh