এ্যকাডেমিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকে শিশুরা যেন বই পড়তে অভ্যস্ত হয় এবং জ্ঞানার্জন করতে পারে সেই লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শিশু পাঠাগার।
শনিবার সকালে পাঠাগারের উদ্বোধন করেন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইনেসপেক্টর) একেএম শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক উকিল উদ্দিন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সাবেক পরিচালক দেলোয়ার হোসেন মাষ্টার, ম্যানেজিং কমিটির সভাপতি আবদুস সামাদ, ঢাকা তিতুমির কলেজের শিক্ষার্থী সুমন নূরসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ।
এ সময় ব্যক্তিগতভাবে পাঠাগারের জন্য প্রধান শিক্ষকের হাতে শিশুদের জন্য বেশ কিছু নতুন বই তুলে দেন সুমন নূর।
প্রধান শিক্ষক উকিল উদ্দিন বলেন, ‘মুলত শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস এবং দক্ষতা অর্জনের জন্য মুলত এই উদ্যোগ। স্কুলের যে কোন শিক্ষার্থী টিফিন প্রিয়ডে স্কুলে বসেই বই পড়তে পারবে। এছাড়া ইচ্ছা করলে নিদিষ্ট মেয়াদের জন্য বই বাড়িতে নিয়ে যেতে পারবে।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign