পাবনার চাটমোহরে সাংবাদিকের বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার শুইগ্রামে হযরত আলীর ছেলে আতাউর রহমান স্বপনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বপন দৈনিক যায়যায়দিনের চাটমোহর সংবাদদাতা হিসেবে কাজ করছেন।
ক্ষতিগ্রস্থ আতাউর রহমান স্বপন জানান, রাতে কাজ শেষে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তিনি। রাত দুইটার পর কোনো এক সময় চোর সিধ কেটে ঘরে ঢুকে চুরি সংঘটিত করে।
এ সময় চোর ঘরে থাকা একটি লাপটপ, একটি মেবাইল ফোন, নগদ ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখতে পান সাংবাদিক স্বপন।
এ ঘটনায় চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোরকে ধরার চেষ্টা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh