পাবনার চাটমোহরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহেদ পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার।
বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল করিম খান আরোজ, বিসিএসআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মো. নাসীর উদ্দিন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী।
এ সময় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রদর্শণীতে স্থাপিত স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি স্টল বসানো হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনার-প্রদর্শণী বাস্তবায়ন করছে চাটমোহর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign