পাবনার চাটমোহরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাশ থেকে মেছো বাঘ শাবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এলাকায় বাঘের অস্তিত্ব পাওয়ায় স্থানীয়দের মধ্যে বাঘ আতংক বিরাজ করছে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল জানান, বুধবার সকালে স্থানীয়রা প্রায় ৩ ফুট লম্বা মেছো বাঘের শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শরীরে বিভিন্ন জায়গায় গভীর ক্ষত রয়েছে।
ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় রেল লাইন অতিক্রম করার সময় মেছো বাঘের শাবকটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে স্থানীয়রা বাঘটিকে মাটিচাপা দেন বলে জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign