ধারালো অস্ত্রাঘাতে রিফাত শরীফ হত্যাকান্ড, মাদ্রাসা ছাত্রী নুসরাতসহ সকল হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পাবনার চাটমোহরে প্রতিবাদ সভা করেছে মানবাধিকার কর্মীরা।
বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শদরের শাহী মসজিদ মোড়ে মরহুম অধ্যক্ষ শিল্পী সমাজী আর্ট স্কুলের হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না, মানবাধিকার কর্মী জয়দেব কুন্ডু গনো, ডা. এমএ মজিদ, ডা. আবদুল মজিদ এহিয়া মানিক, আবদুর রউফ, রবিউল করিম রবি, রোকসানা পারভীন, বিশ্বজিৎ জোয়ার্দ্দার মিঠুন, শহিদুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধ বেড়েছে। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। অপরাধ প্রবণতা কমাতে হলে সমাজের প্রতিটিস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh