পাবনার চাটমোহরে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসীদের আয়োজনে রোববার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কামার বিলে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম হয় রবিউলের ভেলা, দ্বিতীয় হয় সাগরের ভেলা এবং তৃতীয় হয় দুলালের ভেলা। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মোট ৮টি দল। গত দুই বছর ধরে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন নিজের মধ্যে চাঁদা তুলে ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এ সময় বিল পাড়ে হাজারো নারী পুরুষের সমাগম ঘটে।
এরআগে ভেলা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, আবদুল হালিম মাস্টার, মজনুর রহমান মাস্টার, ইউপি সদস্য রবিউল করিম রবি, আলামিন হোসেন কমল, জাহিদুল ইসলাম, সাংবাদিক রিপন রহমান প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh