‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এই স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে পৌর শহরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign