চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহরের বিভিন্ন বিল ও নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার জন্য অবৈধভাবে সোঁতি বাঁধ স্থাপনের সময় বাঁশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে ধ্বংস করা হয়েছে জব্দকৃত নিষিদ্ধ বাদাই জাল।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, উপজেলার ছাওয়ালদহ, কাটাগাঙ, খলিশাগাড়ি বিল, গুমানী ও করতোয়া নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সোঁতি স্থাপনের বাঁশ এবং অর্ধলক্ষাধিক টাকার বাদাই জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জব্দকৃত বাদাই জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় জাল মালিককে ৫শ’ টাকা এবং সৌঁতি বাঁধ স্থাপনকারীকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh