পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ভুক্তভোগীরা চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে সটকে পড়ে অভিযুক্তরা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রামনগর গ্রামের মৃত পর্বত মন্ডলের স্ত্রী সূর্য বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায় একই গ্রামের মঙ্গলা প্রামানিক, তার ছেলে জুয়েল ও অন্যান্যরা।
এ সময় বাধা দিতে গেলে সূর্য বেগমকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত মঙ্গলা প্রামানিক ও তার ছেলে জুয়েল।
এ ঘটনার পর সূর্য বেগম স্থানীয় গ্রাম্য প্রধানদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সূর্য বেগমের ছেলে দশরথ প্রামানিক দাবি করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে না থাকার সুযোগে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করা হয় এবং তার মাকে মারপিট করে মঙ্গলা গং। শুধু তাই নয় নগদ টাকা সহ বেশ কিছু মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh