শারদীয় দূর্গোৎসবের মহা অস্টমীতে পাবনার চাটমোহরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
আজ বুধবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে জেলা প্রশাসক চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা, নিশিপাড়া, নতুন বাজার সহ বিভিন্ন স্থানে মন্দিরে গিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক সন্তোষ মালাকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, প্রবীর দত্ত চৈতন্য, কিংকর সাহা উপস্থিত ছিলেন।
একইদিন চাটমোহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার।
এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা, পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, চাটমোহরে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে মন্ডপে ঢল নেমেছে ভক্ত অনুসারী আর দর্শনার্থীদের।
প্রতিটি মন্ডপে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মন্ডপে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign