পাবনার চাটমোহরে পুলিশি বাধায় পথসভার মধ্যে দিয়ে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এরআগে রোববার বিকেলে উপজেলা বিএনপির (একাংশ) আয়োজনে পৌর শহরের পাঠানপাড় এলাকা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বের করতে চাইলে বাধা দেয় পুলিশ।
বাধা পেয়ে সেখানেই পথসভা করে বিএনপি নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম কালুর পরিচালনায় পথ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, লিখন বিশ্বাস, সাবেক মেয়র প্রফেসর আবদুল মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরোজ, পৌর যুবদলের সাবেক সভাপতি জিয়ারুল হক সিন্টু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির লিখন জুয়েল প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign