পাবনার চাটমোহর পানিতে ডুবে শরীফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে রামনগর ঘাট এলাকায় বড়াল নদে এ ঘটনা ঘটে।
শরীফ উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং উত্তরপাড়া গ্রামের রবিউল করিমের ছেলে ও রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সাঁতার জানতো না শরীফ। সমবয়সীদের দেখে রামনগর বেইলী ব্রিজের পাশে বড়াল নদীতে একটি কলা গাছ নিয়ে সে বড়াল নদে গোসল করতে নামে। একপর্যায়ে কলাগাছটি ধরে মাঝ নদীতেও চলে যায় সে।
এ সময় অসাবধানবশত হাত থেকে কলা গাছ ছুটে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায় সে। ঘন্টাখানেক পর মরদেহ ভেসে উঠলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign