পাবনার চাটমোহরে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নৌকার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর শহরের শাহী মসজিদ মোড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থীর পক্ষে পাবনা থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগের বহিরাগত নেতাকর্মীরা এসে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে রাতে পৌর শহরের শাহী মসজিদ মোড় এলাকায় সমবেত হন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh