পাবনার চাটমোহরে পঁচিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পোড়াল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। রোববার দুপুরে অমৃতকুন্ডা হাটে (রেলবাজার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমান, থানার এসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অমৃতকুন্ডা হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতারা পালিয়ে যান।
তবে আবদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং হাট থেকে পঁচিশ হাজার মিটার কারেন্ট জাল (৩৫ হাজার টাকার) জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়। এছাড়া কারেন্ট জাল বিক্রির অপরাধে আটক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh