পাবনার চাটমোহরে দুটি কবিরাজি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আরমান হোসেন নামে এক কথিত কবিরাজ পালিয়ে গেলেও বাবুল হোসেন নামে অপর কবিরাজকে জরিমানা করা হয়।
বুধবার দুপুরে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সনদপত্র ছাড়া নোংরা পরিবেশে বিভিন্ন গাছের ছাল দিয়ে ওষুধ বানিয়ে বিক্রি করার অপরাধে বাসস্ট্যান্ড এলাকার শাহ সুফি আজমিরি দাওয়াখানা কথিত কবিরাজ বাবুল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে একই এলাকায় মাদ্রাজ হারবালে অভিযান চালালে কথিত কবিরাজ এএইচ আরমান হোসেন পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দু’টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh