পাবনার চাটমোহরে ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরে দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রশাসন। চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
প্রদর্শনীতে ইউএনও পত্নী প্রিয়াংকা সিকদার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আঁকা মোট ১৬৫টি চিত্রকর্ম স্থান পায়। পরে চিত্রকর্ম প্রদর্শনীর গ্যালারী ঘুরে দেখেন অতিথিরা।
প্রদর্শনীতে ইউএনও পত্নী প্রিয়াংকা সিকদার ও বাক প্রতিবন্ধী মিতু রানী দাসের চিত্রকর্ম সবার নজর কাড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার সরকার অসীম কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আলমগীর হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, উপজেলা শিল্পকলা এ্যকাডেমির অংকন শিক্ষক মানিক কুমার দাস প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign