পাবনার চাটমোহরে তেলবাহী লরির চাপায় আলিফ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার কিছু পূর্বে টেবুনিয়া-বাঘাবাড়ি মহাসড়কের রামচন্দ্রপুর এলাকায় বাড়ির সামনে রাস্তার পাশে খেলাধুলা করছিল আলিফ। এ সময় দ্রুতগতির একটি তেলবাহী লরি চাটমোহর থেকে ভাঙ্গুড়ার দিকে যাওয়ার পথে আলিফকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় লরির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আলিফ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা এলাকায় তেলবাহী লরিটিকে আটক করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign