পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সকালে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
পরে হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমান, অ্যাড আবদুল মোমিন সরকার, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান মোন্নাফ, মৎস্যজীবি সুবল হালদার, মৎস্য চাষী মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার আবদুল হালীম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh