পাবনার চাটমোহরে পুরাতন বাজার এলাকার পাইকারী মুদি দোকান ও এক ফল ব্যবসায়ীসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য, অননুমোদিত নারিকেলের গুড়াসহ ভারতীয় পণ্য বিক্রি এবং নিষিদ্ধ টেস্টিং সল্ট বিক্রি ও সংরক্ষণের অপরাধে পুরাতন বাজার এলাকার হক স্টোরকে ৫ হাজার, পূজা স্টোরকে ৫ হাজার, তনু স্টোরকে ৭ হাজার এবং দোকানে মেয়াদোত্তীর্ণ জুস সংরক্ষেণের অপরাধে প্রদীপ কুন্ডু নামে এক ফল ব্যসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে এ সময় বাজারের ভেতরে বেশিরভাগ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
এ সময় চাটমোহর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল ও থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদাণতকে সহযোগিতা করেন। আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh