পাবনার চাটমোহরে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে শিল্পী খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজাদ মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেশকিছু দিন ধরে শিল্পী খাতুন মানসিক ভাবে অসুস্থ ছিলেন। শনিবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খান শিল্পী খাতুন।
ঘন্টাখানেক পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে খবর পেয়ে রোববার সকালে থানা পুলিশ শিল্পী খাতুনের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, শিল্পী খাতুন মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে এজাহারে তার পরিবারের লোকজন উল্লেখ করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামরা দায়ের করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign