পাবনার চাটমোহরে গান গেয়ে মঞ্চ মাতালেন ক্লোজআপ তারকা লায়লা ও চাটমোহরের উদিয়মান শিল্পী শিহাব আকরাম।
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে এই দুই কন্ঠ শিল্পীর কন্ঠের জাদুতে মাতোয়ারা হয়ে ওঠেন শত শত নারী-পুরুষ দর্শক।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি যেন নতুনভাবে ধরা দেয় শিহাবের কন্ঠে। উপস্থিত হাজারো দর্শকের উচ্ছাস দেখে মনে হয় ফিরে এসেছেন আইয়ুব বাচ্চু।
আর ক্লোজ আপ তারকা লায়লা’র গাওয়া ‘আখ ক্ষেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ’ গানে মাতোয়ারা হন দর্শকরা। সুরের মুর্ছনায় দর্শকদের বন্দি করে রাখেন লায়লা।
এরআগে বিভিন্ন স্থানের শিল্পীরা গান পরিবেশর করেন। সুর-সঙ্গীতের এ আয়োজনের পর্দা নামে সন্ধ্যার আগেই।
অনুষ্ঠানে চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. হান্নান মাহমুদ, অধ্যক্ষ আলী হায়দার সরদার, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মতিন, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, কামরুজ্জামান খোকন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকার রশীদ নিউটন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh