পোষা ছাগল হাটে বিক্রি করতে যাওয়া নিয়ে স্বামীর ওপর অভিমান করে মুক্তি খাতুন (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামে। তিনি ওই গ্রামের আজগার হোসেনের স্ত্রী।
স্থানীরা জানান, রোববার সকালে মুক্তি খাতুনের বাড়িতে পোষা একটি ছাগল তার স্বামী আজগার হোসেন হাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে তার কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে মুক্তি খাতুনকে ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign