পাবনার চাটমোহরে সার্টিফিকেট মামলার বিভিন্ন ব্যক্তির কাছে খেলাপী ঋধ আদায়ে বাড়ি বাড়ি অভিযান চালালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সার্টিফিকেট অফিসার সরকার অসীম কুমার।
বুধবার দুপুরে উপজেলার মূলগ্রাম ও মথুরাপুর ইউনিয়নের ৫টি বাড়িতে ব্যাংক কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান ঋণ খেলাপী ব্যক্তিরা।
ইউএনও এবং সার্টিফিকেট অফিসার সরকার অসীম কুমার জানান, দুই ইউনিয়নের মোট পাঁচ ব্যক্তি ঋণ নেওয়ার পর দীর্ঘদিন পরিশোধ না করায় সার্টিফিকেট মামলা হয়।
এরপরে ঋণ পরিশোধ করার জন্য তাদের বারবার বলা হলেও শোধ না করায় বাড়ি বাড়ি অভিযান চালানো হয়। কিন্তু অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া যায় নি। তবে তাদের স্বজনরা এক সপ্তাহের সময় নিয়েছেন। এরপরেও ঋণ পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign