খোঁজ খবর ডট নেটে প্রকাশের পর পাবনার চাটমোহরে পৌর শহরের বিভিন্ন করাতকলে অভিযান চালালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার।
সোমবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও হারান মোড় এলাকার টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের পাশে নিজাম উদ্দিনের করাতকলের সামনে রাখা বেশ কিছু কাঠের গুড়ি উচ্ছেদ করেন এবং করাতকল মালিক সমিতিকে এক সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি সড়কের পাশ থেকে কাঠের গুড়ি সরানোর নির্দেশ দেন।
এর আগে রোববার (২১ জুলাই) খোঁজ খবর ডট নেটে ‘সড়কের পাশে কাঠের গুড়ি’ এমন শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও সরকার অসীম কুমার বলেন, সড়ক-মহাসড়কের পাশে কাঠের গুড়ি রেখে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছেন করাতকল মালিকরা। এ ব্যাপারে খোঁজ খবরে প্রকাশিত সংবাদটি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি সড়ক-মহাসড়কের পাশ থেকে কাঠের গুড়ি সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
এই নির্দেশ অমান্য করে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে জানান ইউএনও সরকার অসীম কুমার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign