পাবনার চাটমোহরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে চাটমোহর থানার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজার সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, সিপিও আয়নাল হক, মহিলা নেত্রী সাজেদা বেগম, কমিউনিটি পুলিশংয়ের সদস্য প্রবীর দত্ত চৈতন্য, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ সময় চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজুসহ সাংবাদিক, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign