এবার কর্মহীন মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম ও পৌর যুবলীগ নেতা হুমায়ুন কবির রাজিব।
তাদের ব্যক্তিগত অর্থায়নে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া ও উপজেলার কুমারগাড়া গ্রামে অসহায় একশ’ জনের হাতে খাদ্য সামগ্রী দেন তারা। গণজমায়েত এড়াতে শুক্রবার রাতে তারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম জানান, এই দূর্যোগের সময় ঘরে বন্দি থাকার সময় নয়। কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদেরই। তাই চেষ্টা করছি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াতে।
তিনি জানান, আমরা উপজেলার এক হাজার কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। শুক্রবার রাতে একশ’ জনের কাছে খাদ্য সামগ্রী দিয়ে কাজ শুরু করলাম। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh