করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সাবান বিতরণ করলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ।
শনিবার (২৮ মার্চ) সকালে নিজ জন্মভূমি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম ঘুরে ঘুরে এক হাজার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সাবান বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা। এ সময় স্থানীয় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শাহিদুল ইসলাম শাহেদ বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষ ক্রান্তিকালীন সময় পার করছে। এখন রাজনীতি করার সময় নেই। মানুষের পাশে দাঁড়ানো এখন মূলকাজ। আর মানুষের সেবা করাটা ছাত্রলীগের রাজনীতি করার মধ্যে শিখেছি। মানুষের সেবা করতে হলে যে জনপ্রতিনিধি হতেই হবে কথাটি সত্য নয়। সেবা করার মন মানসিকতা থাকাটাই এখানে মুখ্য ব্যাপার বলে বলেন তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh