পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা গ্রামে ইউপি সদস্য মোতাহার হোসেনের বাড়িতে দূর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
আগুনের ঘটনায় তার ঘরের আসবাবপত্র, জমির দলিলপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি।
ক্ষতিগ্রস্থ ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান, সোমবার (০৭ জানুয়ারি) রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো পরিবারের সবাই ঘুমিয়ে পরি। মঙ্গলবার ভোররাতের আগে ঘরের ভেতরে আগুনের উত্তাপে জেগে দেখি সমস্ত ঘরে আগুন জ্বলছে।
দ্রুত স্ত্রী সন্তানসহ ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পাই। পরে আমাদের ডাকাডাকিতে প্রতিবেশিরা এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র কাপড়-চোপর, জমির দলিল পত্রাদি, গহনাপত্রসহ সব কিছু পুড়ে যায়।
জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আত্মীয় স্বজনরা তার বাড়িতে আগুন দিতে পারে বলে ধারণা করছেন মোতাহার হোসেন।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, এমন কোনো ঘটনার বিষয়ে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh