পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পৌর আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় পৌর শহরের পুরাতন টিএন্ডটি ভবনের সামনে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব এলাহী বিশু, বজলুল করিম খাকছার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম, সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign