বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরে একযোগে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমার।
এর আগে এক বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইছাহাক আলী মানিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, একটি বাড়ি একটি খামার অধিদপ্তরের কর্মর্কতা মো. খলিলুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. আবু সামা, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান মুন্নাফ প্রমুখ।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র নিজস্ব অর্থায়নে ১৮৬ জন সদস্যকে ৫টি করে ভেষজ, ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh