চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহরে বিল ও নদীতে অবৈধভাবে স্থাপন করা ৫টি সোঁতি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নিমাইচড়া ও হান্ডিয়াল এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলনবিল থেকে পানি কমতে শুরু করায় বিল ও নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের আনাগোনা বাড়ে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা নিমাইচড়া এলাকার ছাওয়ালদহ, চিনাভাতকুর, হান্ডিয়াল এলাকার ডেফলচড়া, পাইকপাড়া ও স্থল এলাকার বিল ও নদীর মধ্যে অবৈধভাবে ৫টি সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার শুরু করে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সোঁতি বাঁধগুলো অপসারণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh