পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আহত পথচারী ছাত্তার আলী মোল্লা (৪৪) মারা গেছেন।
সোমবার (১৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ছাত্তার আলী মোল্লা উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ওলিপুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে আসছিলেন ছাত্তার আলী মোল্লা। এ সময় ওলিপুর এলাকা থেকে চাটমোহরে আসার পথে যাত্রী বোঝাই একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছাত্তার আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্তার আলী মোল্লা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh