পাবনার চাটমোহরে অগ্নিদগ্ধ হয়ে মিছিরন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। গত রোববার ভোররাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অলিপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মোজাহার সরকারের স্ত্রী।
পারিবারের সদস্যরা জানান, রোববার ভোর ৩টার দিকে বৃদ্ধা মিছিরন কুপি বাতি নিয়ে প্রকৃতির ডাকে বাইরে বের হন। অসাবধানতাবশতঃ কুপি বাতির আগুন তার শরীরের কাপড়ে লেগে যায় এবং আগুনে শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
এ সময় তার চিৎকারের বাড়ির অন্যরা আগুন নেভায়। পরে তাকে দগ্ধ অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে বিকেলে বৃদ্ধা মিছিরন বেওয়া মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চত করেছেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign