পাবনার চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুকের বাবা শিব প্রসাদ সাহা পরলোকগমন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামের নিজ বাসভবনে স্ট্রোক করে মারা যান তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
শিব প্রসাদ সাহা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তাঁর বড় ছেলে কিংকর সাহা চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক।
পারিবারিক সুত্র জানায়, আজ বিকেল তিনটায় চাটমোহর মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এদিকে, তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাটমোহরের সাংবাদিক মহল ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মাঝে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি ইশারত আলী, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক আলহাজ্ব রাজিউর রহমান রুমী, আব্দুল মান্নান পলাশ, শামীম হাসান মিলন, বকুল রহমান, পবিত্র তালুকদার, খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমান, ব্যবস্থাপনা সম্পাদক রনি রায়, নির্বাহী সম্পাদক ও চেতনায় চাটমোহরের চেয়ারম্যান জেমান আসাদ, সাংবাদিক ইকবাল কবির রঞ্জু, আব্দুল লতিফ রঞ্জু, মাসুদ রানা, শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক সন্তোষ মালাকার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign