পাবনার প্রথম ‘লকডাউন’ এলাকা চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে প্রশাসনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল এগারোটার দিকে গ্রামের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সহ-সভাপতি ইশারত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, সরকারের বিশেষ (খয়রাত) বরাদ্দ থেকে কাটাখালী গ্রামে ২শ’ পরিবারকে (প্রতি পরিবার) ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ লিটার তেল এবং একটি করে সাবান দেয়া হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস থেকে সতকর্তায় গেলো ২৬ মার্চ রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান কাটাখালী গ্রামকে লকডাউনের ঘোষণা দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh