ফের খেলার মাঠে প্রাণ গেল তরতাজা এক তরুণের। খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো বছর বাইশের এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
সোনু যাদব নামের ওই ক্রিকেটার বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বুধবার সকালে কলকাতার ময়দানে প্র্যাকটিস ম্যাচে কয়েক ওভার ব্যাটিং করার পর আউট হয়ে যান সোনু যাদব।
এরপর মাঠের বাইরে আসার পরেই ঘটে বিপত্তি। হেলমেট খোলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান সোনু৷ তারপর নিজে থেকে উঠে দাঁড়ালেও কিছুক্ষণ ফের ফের পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি৷
এরপরই দ্রুত তাকে মাঠ থেকে সিএবি’র মেডিক্যাল ইউনিটে আনা হয়৷ সেখান থেকেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান সানস্ট্রোক হয়েই সোনুর মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছর জানুয়ারিতে প্র্যাকটিস করতে গিয়ে মৃত্যু হয়েছিল পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার অনিকেত শর্মার৷ এদিন ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল৷
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh