বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, ‘কৃষকলীগ কখনও ক্যাসিনো কেলেঙ্কারীতে যুক্ত ছিল না। কৃষকলীগ নেতা চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকে না।’
রোববার দুপুরে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রে পাবনা জেলা কৃষকলীগের বর্ধিত সভা, সংবর্ধনা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমীর চন্দ্র বলেন, কৃষকলীগকে সুসংগঠিত করার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো। তাই মুজিববর্ষে কৃষকলীগের অঙ্গীকার ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার’।
জেলা কৃষকলীগ সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আব্দুল লতিফ তারিন, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সুগার ক্রপের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণার পরিচালক রইছ উদ্দিন চৌধুরী, কৃষকলীগের জেলা কমিটির সাধারন সম্পাদক তৌফিকুর আলম, ঈশ্বরদীর আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ঈম্বরদীর ১৪ জন বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষককে সম্মাননা প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh