কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রোববার (০৩ জানুয়ারি) রাতে কাশির সিরাপ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
এরা হলেন- মিরপুর উপজেলার বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯) ।
একই ওষুধ খেয়ে শামীমার বাবা নবাব আলীও এখন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, নবাব আলীর বাড়ীতে রোববার (০৩ জানুয়ারি) রাতে টেলিভিশন দেখতে যায় নুর মহাম্মদ। সে সময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ খায়। যেটি গত ২ মাস আগে কাশির জন্য নিয়ে এনে রেখেছিলো।
এসময় নুর মহাম্মদ ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ খায়। এরপরে রাত সাড়ে দশটার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গিয়েছিলো। মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ খেয়েছিলো সে।
একই ওষুধে মধ্যরাতে নুর মহাম্মদ ও শামিমার পিতা নবাব আলীও অসুস্থ হয়ে পড়ে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নুর মহাম্মদ মারা যায়। তবে নবাব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh