কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাবনা মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশনের (পামবা) আয়োজনে শহরের আব্দুল হামিদ রোডের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যান্ড দলের সদস্যরা অংশ নেন।
পাবনা মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশনের সহ সভাপতি ও আবির্ভাব ব্যান্ড দলের ড্রামার লতিফুল বারী পাপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিহঙ্গ ব্যান্ড দলের রিজভী জয়, বিভব ব্যান্ড’র স্মরণ, এটুইন ব্যান্ড’র মামুন, ট্যুর অব সাইলেন্স এর ইশান মিম, আশিক সাদাফ, ইনফেরিওর ব্যান্ডের জয় আহমেদ।
বক্তারা বাংলাদেশে ব্যান্ড সংগীতের জগতে এলআরবি ও আইয়ুব বাচ্চুর অবদান স্মরণ করে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সেইসাথে কিংবদন্তি এই শিল্পীর সৃষ্টি ও আদর্শ বুকে নিয়ে মাদক ও হানাহানি মুক্ত পৃথিবী গড়তে ব্যাণ্ড সংগীত কে এগিয়ে নেয়ার আহবান জানান।
পরে, আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh