দলের প্রতি আনুগত্যর নজির স্থাপন করলেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনর সাখো।
ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী কিনে দলীয় ব্যান্যারে নেতাকর্মীদের নিয়ে করোনাভাইরাসের কারণে কর্মহীন দুই শতাধিক হিন্দু ধর্মালম্বী পরিবারকে খাদ্য সহায়তা দিলেন তিনি।
বুধবার (০৬ মে) সকালে পৌর শহরের হরিসভা মন্দির প্রাঙ্গন ও শাহী মসজিদ মোড়ে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব এলাহী বিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, হিন্দু নেতা প্রভাষক অশোক চক্রবর্তী, জয়দেব কুন্ডু, প্রবীর দত্ত চৈতন্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনি পৌর সদর সহ বিভিন্ন ইউনিয়নে কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। করোনা পরিস্থিতিতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সাখাওয়াত হোসেন সাখো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh