আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালনে শনিবার পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘গ্রামীন নারীর ক্ষমতায়নে ভূমি, কৃষির অধিকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)।
এএলআরডি’র সহায়তায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলী হায়দার।
ভূমিহীন নেত্রী চাম্পা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, ভূমিহীন সংগঠক ইসরাইল আলম, গোলাম নাসির, রমিজ উদ্দিন, ভূমিহীন নেত্রী রাশিদা খাতুন, ছানোয়ারা খাতুন, মহিলা ইউপি সদস্য বেদেনা খাতুন।
সভায় বক্তারা নারীদের কৃষক হিসেবে স্বীকৃতির দাবি জানান। সেইসাথে নারীদের ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে এবং নারীদের পুরুষের সমান মুজুরী দিতে হবে বলেও গুরুত্বারোপ করেন বক্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign