পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন অন্যতম লক্ষ্য হলো গ্রামকে শহর বানানো। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে মনোযোগ দিয়েছে সরকার।
শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর জৌতগরী এলাকায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া এ প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যেই স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব প্রতিশ্রæতির প্রাধান্য থাকবে, আবার পাঁচবছর মেয়াদী পরিকল্পনাতেও রয়েছে বিশেষ গুরুত্ব। এর মধ্য দিয়ে ২০১৯-২০ অর্থবছর থেকেই গ্রামে শহরের সুবিধা পৌঁছানোর কাজ শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh