এবারের একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হলো পাবনার চাটমোহরের সন্তান, এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক টুটুল সমাজীর লেখা বই ‘সুমকি হালট’। শুক্রবার সন্ধ্যায় একুশে বইমেলা প্রাঙ্গনে চলনবিলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লোকজ ভাষায় লেখা বইটির মোড়ক উম্মোচন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মোড়ক উম্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. জেবউননেছা, আইইবির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ, তরুণ উদ্যোক্তা রবিউল করিম, সমাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নাফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখন পত্নী লুনা সমাজী।
টুটুল সমাজী বলেন, ‘চলনবিল এলাকার মানুষ যারা এলাকার বাইরে থাকি তারা যুগের সাথে তাল মেলাতে গিয়ে লোকজ ভাষাকে ভুলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখাতে পারছি না। অথচ আমাদেরও লোকজ ভাষা ও ঐতিহ্য রয়েছে। তাই ‘সুমকি হালট’ বইতে আমাদের লোকজ ভাষাকে তুলে ধরেছি। এতে ব্যাপক সাড়াও পাচ্ছি।’
উল্লেখ্য, বই বিক্রির সম্পূর্ণ টাকা অতি সম্প্রতি মেঘনায় ট্রলার ডুবিতে ভাঙ্গুড়া উপজেলার নিখোঁজ শ্রমিকদের পরিবারের কল্যানে ব্যয় করা হবে জানান লেখক মমিন মজিবুল হক টুটুল সমাজী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh