পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক উমাইর নূর রায়হান (২২) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে দাশুড়িয়াা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ উমাইর নুর রায়হান ঈশ্বরদী সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং পাকশী নতুন রূপপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির গুলিবিদ্ধ রায়হানের বরাত দিয়ে জানান, সে ও তার বন্ধু আসাদুজ্জামান রিমন মোটর সাইকেলে চেপে রূপপুর সিএনজি স্টেশন অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে কে বা কারা গুলিবর্ষণ করে। সে মোটর সাইকেলের পেছনে বসে ছিল। এসময় পেছন থেকে একটি মোটর সাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুইজন দ্রæত পাশ কেটে বেড়িয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় রায়হান ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাকে রূপপুর পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। ফাঁড়ির ইনচার্জ দ্রæত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ঈশ্বরদীতে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, আহতের কোমরের নিচে গুলির চিহ্ন আছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh