নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান স্বর্নালঙ্কার, মোবাইল ফোন, ট্যাব ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৃত আব্দুল হাইয়ের ছেলে আবু বক্কর (২৭) ও লালপুর উপজেলার আসলাম কবিরাজের ছেলে সাগর হোসেন (২৫)।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা দুর্ধষ ডাকাত দলের সক্রিয় সদস্য। পাবনা-নাটোর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় এই চক্রটি ডাকাতি করে আসছিলো। আটককৃত বক্কর ও সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে এই গ্রুপের ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহা উদ্দিন ফারুকী বলেন, নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য সাগর ও বক্করকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ডাকাতদলের ২ সদস্যকে আদালতে সোপর্দ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign