পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার লিটার ট্রেনের চোরাই তেলসহ এক চোরাকারবারীকে আটক করেছেন র্যাব।
আটক পিন্টু শেখ (৩৮) উপজেলার শৈলপাড়া এলাকার রিয়াজ হোসেনের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ভোররাতে ঈশ^রদীর সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশ থেকে পিন্টুকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে ঈশ্বরদী ফতে মোহাম্মাদপুরে এলাকার জনৈক মিজানুর রহমানের দোকার ও বিভিন্ন স্থান থেকে ৪ হাজার ৫৯০ লিটার ট্রেনের চোরাই তেল জব্দ করা হয়। তবে মিজান পলাতক রয়েছে।
র্যাব জানায়, আটক পিন্টু দীর্ঘদিন ধরে স্থানীয় ও ট্রেনের একটি চক্রের সাথে যোগসাজসে ট্রেনের তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh